২৪ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা দায়ের দায়ে স্বামী মোজাম্মেল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে চারটার সময় সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেউচিয়া গ্রামের সিদ্দিক আহমেদ পুত্র।

সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই সকালে হাটহাজারীর মেখল রোড এলাকার একটি বাসা থেকে ঘাড় ভাংগা অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে ভিকটিমের স্বামী ঘটনাস্থল পালিয়ে যায়। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মোজাম্মেল হোসেন এবং অজ্ঞাতনামা আরও ১/২জনকে আসামি করে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল জানায়, দুই বছর পূর্বে ভিকটিমের সাথে তার প্রেমের সম্পর্ক করে পরিবারকে না জানিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একটি ভাড়া বাসায় উঠেন। সম্প্রতি পারিবারিক কলহের জেরে ভিকটিম ভাইয়ের বাড়িতে চলে। পরে মোজাম্মেল তাকে আশ্বস্ত করে ফিরিয়ে নিয়ে যান। কিন্তু গত ২৮ জুলাই ফের মনোমালিন্যের জেরে ভাইরের বাসায় চলে যায়। ফের মোজাম্মেলের বাসায় ফিরে আসার পর ঝগড়ার এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘাড় ভেঙে দেয়। পরে মৃতদেহ বাসায় ফেলে মোজাম্মেল পালিয়ে যায়।

আরও পড়ুন