২৯ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে চেয়ারম্যানের ওপর হামলার মূলহোতাসহ গ্রেফতার ৩

বাংলাধারা ডেস্ক »

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদ ভাঙচুর এবং চেয়ারম্যান আবুল মনসুরের (৪৯) ওপর হামলার মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (২২ আগস্ট) ফটিকছড়ি থানার শাহ-নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় করা হয়। গ্রেফতাররা হলেন, হাটহাজারী থানার পশ্চিম ধলই এলাকার মৃত ইসলামের ছেলে মো. আজিজুল হক ওরফে আজিজ (৪৫), ফরহাদাবাদ এলাকার মৃত বাদশা আলমের ছেলে নাজিম উদ্দিন ওরফে ফরিদ এবং পূর্ব ধলই এলাকার খায়রুল বশরের ছেলে সালাউদ্দিন চৌধুরী ওরফে মুন্না (৩২)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গ্রেফতার বখাটেরা এক ছাত্রীকে প্রায়ই উত্যাক্ত করতো। চেয়ারম্যান আবুল মনসুর ওই ছাত্রীর বাবাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে দা, লাঠি, লোহার রড, দামাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে ব্যাপক ভাঙচুর করে এবং চেয়ারম্যানের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। ভাঙচুরে আনুমানিক ৬৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন , এ ঘটনায় ধলই ইউনিয়নের চেয়াম্যান আবুল মনসুর বাদী হয়ে হাটহাজারী থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮০/৯০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭ গোয়েন্দা নজরধারীর মাধ্যমে আসামিদের গ্রেফতার করে। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা ওই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল বলে স্বীকার করে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, সিডিএমএস পর্যালোচনা করে হাটহাজারী থানায় আসামি আজিজুলের বিরুদ্ধে ১টি, আসামি নাজিম উদ্দিনের বিরুদ্ধে ২টি এবং আসামি সালাউদ্দিনের বিরুদ্ধে ১টি মামলা পাওয়া যায়।

গ্রেফতার আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন