৯ ডিসেম্বর ২০২৫

হাটহাজারীতে চোরাই কাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ

হাটহাজারী প্রতিনিধি  »

চট্টগ্রামে হাটহাজারীতে অবৈধভাবে পাচারের সময় ২৮পিস(সাড়ে ৪১, ঘনফুট) সেগুন ও আকাশমনি গোল কাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ করেছে স্থানীয় বন বিভাগ।

বুধবার(৫মে) সন্ধ্যায় চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কের হাটহাজারী রেঞ্জ এর আওয়াতাধীন মন্দাকিনী বিট এলাকায় পাচারে সময় কাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত কাঠের মূল্য আনুমানিক ৫০হাজার টাকা।

বন বিভাগ সুত্রে জানা যায়, হাটহাজারী রেঞ্জ এর আওয়াতাধীন মন্দাকিনী বিট এলাকায় চা‌ন্দের গাড়ী‌তে করে পাচারের সময় চট্রগ্রাম উত্তর বন বিভাগ এর নির্দেশে হাটহাজারী রেন্জ কর্মকর্তা ফজলে কাদের এর নেতৃত্বে মন্দা‌কিনী বিট ‌কর্মকর্তাসহ গাড়ীসহ ২৮পিস কাঠ জব্দ ক‌রেন। আটককৃত বনজদ্রব্য ও গাড়ী না‌জিরহাট কা‌ঠের ডি‌পো হেফাজ‌তে রাখা হয়।

হাটহাজারী ষ্টেশন কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী বাংলাধারাকে জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে সন্ধ্যায় মন্দাকিনী বিট এলাকায় চা‌ঁন্দের গাড়ী‌তে করে পাচারের সময় চান্দের গাড়িসহ ২৮পিস কাঠ জব্দ করি। আটককৃত চান্দের গাড়ী ও বনজদ্রব্য না‌জিরহাট কা‌ঠের ডি‌পো হেফাজ‌তে রাখা হয়। এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।আমাদের অভিযান অবৈধ চোরাকারবারীদের বিরুদ্ধে। বন রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ