১৬ ডিসেম্বর ২০২৫

হাটহাজারীতে ছাত্রলীগের সহায়তায় পুলিশের হাতে ইয়াবাসহ আটক এক

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রাম হাটহাজারীতে ছাত্রলীগ নেতাকর্মীদের সহযোগিতায় ইয়াবাসহ নুরুল হুদা নামে এক ব্যাক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার (১২ আগষ্ট) রাত ১১ টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের হালদাকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামী হলেন ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন বারমাসিয়া এলাকার মোঃ হোসেন এর পুত্র।

সূত্র মতে জানা যায়, মূল ইয়াবা ব্যবসায়ী মাহাবুর কাছ থেকে একশ      টি ইয়াবা ট্যাবলেট নিয়ে ফেরার পথে ধলই ইউনিয়নের মুছার দোকান সংলগ্ন এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের সন্দেহ হলে আসামীকে তল্লাশি করলে প্যান্টের পকেটে থাকা একশ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এব্যাপারে প্রত্যক্ষদর্শী স্থানীয় ছাত্রলীগ নেতা শাহাদাত বলেন, “আসামী নুরুল হুদা প্রায় সময় ইয়াবা সম্রাট মাহাবুর কাছে যায়, তাই গতকাল কয়েকজন ছাত্রনেতাদের সহযোগিতায় তার পথ গতিরোধ করে তাকে আটক করে।

পরে হাটহাজারী মডেল থানায় খবর দিলে মডেল থানার এস আই মুজাহিদ আসামীকে গ্রেফতার করে নিয়ে যায়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ