হাটহাজারী প্রতিনিধি»
হাটহাজারীতে ৩০ লিটার ছোলাইমদসহ বিবী নাথ( ৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় হাটহাটহাজারী সার্কেল ১।
বুধবার (১সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে পৌরসদরস্থ ফটিকা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় বিবী নাথের বাসগৃহ তল্লাসী চালিয়ে ৩০ লিটার ছোলাই মদ উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় হাটহাটহাজারী সার্কেল ১। এই সময় বিবী স্বামী বিসু নাথ(৪৫) পালিয়ে যায়। জানা গেছে তারা স্বামী স্ত্রী দুজনই নিয়মিত মাদক বিক্রি করতেন।
আটককৃত ব্যক্তি উপজেলা পৌরসদরস্থ নাথ পাড়ার মুড়ালী মহাজনের বাড়ির বিসু নাথের স্ত্রী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস