৫ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে ‘জাতীয় কন্যা শিশু দিবস’ পালিত

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলায় দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-১৯। এবার দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল- কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা। দিবসটিকে ঘিরে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার টেনিস গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে রুহুল আমিন বাংলাধারাকে জানান, জাতীয় কন্যা শিশু দিবস-১৯ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। দিনটি আমাদের কন্যারা নিজেরাই পালন করেছে। সারাদিন ৬ টা ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে। শতাধিক শিক্ষার্থীই ৬ টা ইভেন্টে অংশ নিয়েছে। আনন্দ ফুর্তি আর পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বিকেলে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ