৮ ডিসেম্বর ২০২৫

হাটহাজারীতে জাতীয় সমবায় দিবস পালিত

হাটহাজারী প্রতিনিধি»

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন এ প্রতিপাদ্যকে সমানে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।  

শনিবার (৬ নভেম্বর)  সমবায় দিবস উপলক্ষে  জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্প শ্রদ্ধা অর্পণ, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ এর সভাপতিত্বেআলােচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা,মডেল থানার ওসি মোঃ রফিকুল আলম, মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রণি, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। 

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান সুলতানুল আলম, সমবায় সদস্য আবুল কাশেম মাস্টার।সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার তাসমিন আক্তার কাকলীর সঞ্চালনায় অনুষ্টিত অনুষ্টানে কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও ত্রিপিঠক করেন, মাওলানা আহসান হাবিব, গৌবিন্দ প্রসাদ মহাজন ও কেশব বড়ুয়া। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন