২৫ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে জিপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২

হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি»

চট্রগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী পৌরসভা এলাকায় সড়ক দুর্ঘটনায় সাজিম(১৮)নামে যুবক নিহত হয়েছে। আহত ২জন। রবিবার সকালে পৌরসদরস্ত মিরেরহাট বড়ুয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলা মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম মির্জাপর এলাকায় মনার বাড়ির আবদুল মান্নান এর পুত্র।
সুত্রে জানা যায়, চট্রগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী এলাকায় বড়ুয়া পাড়া এলাকার সিএনজি অটোরিক্সাকে ইট বোঝাই চাঁদের গাড়ি (জিপ গাড়ী)ধাক্কা দিলে ঘটনাস্থলে সাজিম নামে এক যুবক প্রান হারায়। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।ইটবাহী জীপটি আটক করে আমাদের হেফাজতে নিয়ে আসি।লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরন করা হয়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আজম এর সত্যতা স্বীকার করে জানান,সিএনজি অটোরিক্সাকে ইট বোঝাই চাঁদের গাড়ি (জিপ গাড়ী)ধাক্কা দিলে ঘটনাস্তলে সামীম মারা যান। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
ইটবাহী জীপটি আটক করে আমাদের হেফাজতে নিয়ে আসি।লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরন করা হয়।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন