২৪ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে জীপের ধাক্কায় অটোরিক্সা চালকের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি :::

চট্টগ্রামের হাটহাজারী নাজিরহাট মহাসড়ক মির্জাপুর ইউনিয়ন এলাকায় মালবাহী জীপের ধাক্কায় অটোরিক্সা চালকের মৃত্যু । তার নাম মোহাম্মদ ফারুক (২৪)।

শনিবার দুপুরে সড়কের বুড়িপুকুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়ন দক্ষিণ কাঞ্চন নগর গ্রামের খান মোহাম্মদ পাড়ার মোহাম্মদ এজহার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা ঘটনার পরপর আহত অবস্থায় অটোরিক্সা চালক মোহাম্মদ ফারুককে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নাহিদা আকতার বলেন সড়ক দুর্ঘটনায় আহত অটোবিক্সা চালককে হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন