হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীতে ৩টি বিরল প্রজাতির তক্ষকসহ ২ জনকে আটক করা হয়েছে। র্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় স্থানীয় বনবিভাগ তক্ষকগুলোসহ তাদের আটক করে।
শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে কাটিরহাট বাজার নামক এলাকা থেকে তক্ষকগুলোসহ এই দুইজনকে আটক করা হয়।
আটকরা হলো— জসিম উদ্দিন ( ২৬), বিল্লাল হোসেন (৩০)। তারা খাগড়াছড়ি জেলার বাসিন্দা।
বনবিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে কাটিরহাট বাজার নামক এলাকা থেকে র্যাব-৭ হাটহাজারী সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের একটি টহল দলসহ স্থানীয় বনবিভাগ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তক্ষকের ব্যাগটি রেখে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে তক্ষকগুলো উদ্ধার করে হাটহাজারী বনবিভাগে হস্তান্তর করা হয় এবং তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। পরে বনবিভাগের আওতাধীন এলাকায় উদ্ধার হওয়া তক্ষকগুলো অবমুক্ত করা হয়। তক্ষকগুলো প্রায় সাড়ে ৭, সাড়ে ৮, পৌন ১২ ইঞ্চি লম্বা।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, র্যাবের সহযোগিতায় আমরা ৩টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করি এবং আটককৃত ব্যাক্তিদেরকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আমাদের আওতায়ধীন গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।













