সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে প্রায় তিন বছর বয়সী এক শিশুকে বিকৃত যৌন নির্যাতনের অভিযোগ মো. আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত রাতে তাকে হাটহাজারী থেকে আটক করা হয়। বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আবদুল মালেক হাটহাজারীর মেখল ইউনিয়নের রহিমপুর এলাকার মৃত ইব্রাহীমের পুত্র। এই ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।
সূত্রে জানা যায়, ওই শিশুর দরিদ্র পরিবার একটি ভাড়া বাসায় থাকেন। গত ৩০ জুলাই বিকেলে বৃদ্ধ আবদুল মালেক শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে গাড়ির পার্কিংয়ে নিয়ে মুখ চেপে ধরে যৌন নির্যাতন চালায়। একপর্যায়ে শিশুর মা ওই বৃদ্ধকে হাতানাতে আটক করে। বিষয়টি নিয়ে বিচারের নামে প্রশাসনের কাছে যেতে না দিয়ে এলাকার মাধব দাশ, আব্দুল মান্নান ও আনোয়ার হোসেন নামে কথিত ৩ সর্দার সময় ক্ষেপণ করতে থাকে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে অবশেষে গত ২আগষ্ট হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি জানাজানি হলে হাটহাজারী মডেল থানা পুলিশ গত ৩ আগস্ট দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে আটক করে।
শিশুর মা বলেন, ‘আমার কন্যার সাথে লম্পট আবদুল মালেক যে বর্বর ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সাথে বিচারের নামে সময় ক্ষেপণের জন্য কথিত এলাকার সর্দার মাধব দাশ, আব্দুল মান্নান ও আনোয়ার হোসেনেরও বিচার চাই।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রফিক বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুল মালেককে আটক করা হয়েছে। থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। ’
বাংলাধারা/এফএস/এআই













