৩০ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে দখলকৃত খালে দোকান বানিয়ে বিক্রির চেষ্টা: প্রশাসনের উচ্ছেদ

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী পৌরসভার মদিনা আবাসিক সংলগ্ন আলীপুরের ৪নং ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমে রেল গেট এলাকায় অভিযান চালিয়ে খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ নভেম্বর) বেলা ২ ঘটিকা থেকে ৪ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, পৌরসভার মদিনা আবাসিক সংলগ্ন আলীপুরের ৪নং ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমে রেইল গেট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। দখলমুক্ত জায়গার পরিমান ২০০ ফুট বাই ৫০ ফুট। সামাজিক সংগঠনের নাম দিয়ে খাল দখল করে দোকান বানিয়ে বিক্রি করার উদ্যোগ নিয়েছিল একটা চক্র।

স্থানীয়রা জানান, জনৈক শাহজাহান এই কাজে জড়িত।

রুহুল আমিন আরো জানান, শাহজাহানকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন