২৫ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ২৫

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীতে যাত্রীবাহী বাস-ট্রাকে সংর্ঘষে ২৫ জন আহত হয়েছেন। আশংকাজনক দুইজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মুন্সির সমজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজিরহাট মাইজভান্ডার শরীফ থেকে যাত্রী নিয়ে কিশোরগঞ্জ জেলায় যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কায় দেয়। এতে বাসের যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক হাওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন— কবির (৫৩), আরজু মিয়া (৫৪), শওকত হোসেন (৫৫), সঞ্জু মিয়া ( ৮০), মানিক মিয়া (৬৫), দেলোয়ার (৪৫), রফিকুল ইসলাম (৩১), দেওয়ান (৩৫), নিটু মিয়া (৪৫), আরজু (৫৪). খোকন (৪৮), বেলাল মিয়া (৪২) ও আমিনুর (৪৫)।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি আটক করা হয়। আহতদেরদের মধ্যে ৪জন আশংকাজনক হওয়ায় তাদেরকে চমেকে পাঠানো হয়, বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন