বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দিদার টাওয়ারের গাউছিয়া স্টোরে অভিযান চালিয়ে আবারো ৩০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি চাল) ওএমএস’র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২০ জুন) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, আজ পৌরসভার মেখল রোডের দিদার টাওয়ার এ অবস্থিত গাউসিয়া স্টোরে অভিযান চালাই। এখানে ৩০ বস্তা এমএসএ’র চাল পাই। বস্তা পরিবর্তন করার সময় অর্থাৎ সরকারি বস্তা থেকে ওএমএস’র চাল দোকানের বস্তায় ভরার সময় ৩০ বস্তা চাল জব্দ করা হয়। ওএমএস’র চালের বাজার মূল্য কেজিপ্রতি ৪০-৪২ টাকা (উন্নত মানের)। আর এগুলো পরিবর্তন করে বস্তায় মোটা চাল ভরা হয়। সেগুলোর বাজার মূল্য ৩৫ টাকা।
বাংলাধারা/এফএস/টিএম













