বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাস মাহামারীর কারণে লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়া অসহায় পত্রিকার হকারদের পাশে দাঁড়িয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২ জুন) দ্বিতীয় দফায় ১৪ জন পত্রিকার হকারের হাতে খাদ্যসামগ্রী ভর্তি ‘ভালবাসার থলে’ তুলে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, করোনাভাইরাসের কারণে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ আর্থিক সংকটে পড়েছেন। আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। হাটহাজারীতে অনেক পত্রিকা হকার কর্মহীন হয়ে পড়েছেন। এরমধ্যে অনেকেই পরিবার নিয়ে দুর্বিসহ জীবনযাপন করছেন। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।
বাংলাধারা/এফএস/টিএম













