হাটহাজারী প্রতিনিধি»
হাটহাজারীর সন্দীপ পাড়ায় বাড়ির পাশের পুকুর থেকে মানিক(৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একদিন নিখোঁজ থাকার পর বুধবার( ১৮ আগস্ট) সকাল ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মানিক(৭) পৌরসদরস্থ সন্দীপ পাড়ার নুরুল আফসার ও তাসলিমা আক্তারের একমাত্র পুত্র। সে সন্দীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।
মানিকের পিতা জানান, ‘গত মঙ্গলবার সকালে স্কুল থেকে বাসায় এসে ভাত খেয়ে, খেলা করতে যাওয়ার কথা বলে আর বাসায় ফিরে আসেনি সে। সন্ধ্যায় বাসায় না আসায় আশে পাশে তার খোঁজ না পেয়ে পরে মাইকিং করা হয়। আজ সকালে মানিকের এক সহপাঠি বাড়ির পাশের এক পুকুরে মানিকের মৃতদেহ পানিতে ভাসতে দেখে আমাকে খবর দেয়। পরে এলাবাসীসহ ঐ পুকুর থেকে আমার ছেলে মৃতদেহ উদ্ধার করি।‘
এলাকাবাসীরা জানান, সাতাঁর না জানার কারণে পুকুরে পড়ে মৃত্যু হয় মানিকের।
বাংলাধারা/এফএস/এফএস













