২৪ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে নির্মাণাধীন ভবনের সেপটি ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস, নিহত ২

হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটি ট্যাঙ্কে কাজ করার সময় দীর্ঘদিন ধরে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. ইয়াছিন (২৬) ও মো. বাদশা (২৭)। নিহত বাদশা উপজেলার বড় দীঘিরপাড় এলাকার মো. ইউসুফের ছেলে। নিহত ইয়াছিন চৌধুরীহাট এলাকার দুর্গা বাপের কলোনিতে বসবাস করত।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাজান বলেন, দক্ষিণ মাদার্শার সরওয়ার চেয়ারম্যানের বাড়িতে একটি নির্মাণাধীন সেপটি ট্যাঙ্কে কাজ করার সময় দীর্ঘদিন জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম বিভিন্ন ধরনের উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে প্রায় ১৫ মিনিট চেষ্টা করে দুইজনকে উদ্ধার করে। উদ্ধার শেষে ফায়ার সার্ভিসের গাড়িযোগে ২ শ্রমিককে ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃক গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

আরও পড়ুন