হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারী স্ন্যাক রেসকিউ টিম (এসআরটিবিডি) সদস্যদের সহযোগিতায় স্থানীয় বনবিভাগ কর্মীর বিলুপ্ত প্রজাতির ৩ ফুট দৈর্ঘের পদ্ম গোখরা সাপ এবং ডিমসহ ২টি দুধরাজ সাপ উদ্ধার করেছে।
শনিবার (১৯ ফেব্রয়ারি) সকালে উপজেলার বড়দীঘির পাড় অহনা পাড়া ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন দক্ষিণ পাহাড়তলীর সন্দ্বীপ কলোনি এলাকা থেকে এসব বিষাক্ত সাপ উদ্ধার করা হয়।
স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, শনিবার সকালে এসআরটিবিডি সহযোগিতায় ও ৫টি ডিমসহ ২টি সুস্থ দুধরাজের বাচ্চা ও ৩ ফুট দৈর্ঘ্যের ১টি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। পরে হাটহাজারী পৌরসভার পশ্চিমে বনবিভাগের আওতাধীন এলাকায় সাপগুলোকে অবমুক্ত করা হয়।













