১৯ ডিসেম্বর ২০২৫

হাটহাজারীতে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম হাটহাজারীতে একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুকুরে ভাসতে দেখে হাটহাজারী থানায় খবর দেয় স্থানীয়রা।  

রোববার (২১ নভেম্বর) সকালে হাটহাজারী পৌরসভার মাছ বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, সকালে একটি মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে আমরা মরদেহ উদ্ধারে প্রক্রিয়া শুরু করি। এখনও নাম পরিচয় পাওয়া যায়নি। তদন্ত শেষে পুরো বিষয়টি জানা যাবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন