৭ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে পল্লী চিকিৎসকের প্রতারণা, অর্ধলাখ টাকা জরিমানা করল প্রশাসন

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে ভুল নাম পদবী ব্যবহার ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে এক পল্লী চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।

বুধবার (২ নভেম্বর) দুপুরে পৌরসভার খাগড়াছড়ি রোড সংলগ্ন বাড়ৈই পাড়া সড়কে শান্তি ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

প্রশাসন সুত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিলো, তিনি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করছেন, বিভিন্ন ধরনের রোগের খুব সহজ ও স্থায়ী সমাধান দিচ্ছেন। অভিযান পরিচালনাকালে অভিযোগসমূহের সত্যতা পাওয়া যায়। ম্যাজিস্ট্রেটের নিকট নিজেকে পল্লী চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও বিশেষজ্ঞ চিকিৎসকের মতো বিভিন্ন রোগের চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন হাটহাজারীর বিভিন্ন প্রান্তে। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান খান অভিযোগসমূহ যাচাই করেন। মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ উল্লিখিত দণ্ড প্রদান করা হয়।

ইউএনও শাহিদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, জরিমানার পাশাপাশি অভিযুক্তকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী নাম পদবী পরিবর্তন ও কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ