সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীতে পুকুর থেকে জান্নাতুল ফেরদৌস (৩৬) নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (৯ আগস্ট) সকাল ১১ টার সময় পৌরসভার পূর্ব দেওয়ান নগর কবির চেয়ারম্যানের বাড়ির পুকুর থেকে এ মহিলার মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে পড়ে মহিলাটি মারা গেছে। তবে মহিলাটির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। সে হাটহাজারী উপজেলার ২নং ইউনিয়নের মৃত দুলা মিয়ার মেয়ে।
জানা যায়, গত এক বছর ধরে সে কবির চেয়ারম্যানের বাড়িতে ভাড়ায় থাকতেন। অসহায় দরিদ্র হওয়ায় সে বিভিন্ন বাসায় কাজ করেন। তার একটি পুত্র সন্তান আছে বলে জানা যায়।
হাটহাজারী মডেল থানা সূত্রে জানা যায়, পুকুরে এক মহিলার মরদেহ ভাসতে দেখে থানার এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ধারণা করা হচ্ছে পুকুরে ঘাটলা থেকে পা পিছলে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে মরদেহ উদ্ধার।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজিব শর্মার কাছে জানতে চাইলে মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, তার আত্মীয়-স্বজন আসলে বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাধারা/এফএস/এআই













