হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে হাসানুজ্জামান (৫৫) নামে এক ব্যাক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ জানুয়ারি) উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম। তিনি এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রোববার চিকনদন্ডী ইউনিয়নে পুরুনো একটি পুকুর ভরাটের বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পায় উপজেলা প্রশাসন। এ প্রেক্ষিতে আজ সোমবার সরেজমিন পরিদর্শনে গিয়ে পুকুর ভরাট করার সত্যতা পায় ইউএনও শাহিদুল আলম। এ সময় পুকুরের এক চতুর্থাংশ ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে মালিকপক্ষের বেশ কয়েকজনের মধ্যে হাসানুজ্জামান (নগরীর আগ্রাবাদ এর বাসিন্দা) নামক একজনকে পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করেন। এ প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী তাকে ১ লাখ টাকা দণ্ড দেয়া হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোন কাজের বিরুদ্ধে জেলা প্রশাসক, চট্টগ্রাম স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপসয়েল কর্তন। উপজেলা প্রশাসন, হাটহাজারী এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।













