১৬ ডিসেম্বর ২০২৫

হাটহাজারীতে প্রধানমন্ত্রী উপহারে মাথা গোঁজার ঠাঁই পেলো ২৬টি পরিবার

সুমন পল্লব, হাটহাজারী »

চট্টগ্রাম আশ্রায়ন প্রকল্প অধিনে দ্বিতীয় পর্যায় ৫৩,৩৪০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান ভিডিও কনফারেন্স এর মাধ্যমে রবিবার সকালে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সারাদেশে ন্যায়ে হাটহাজারীতেও উপজেলা প্রশাসন আয়োজন ২৬টি ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমি ও গৃহ প্রদান করা হয়।

রবিবার (২০ জুন) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্সের (ভিডিও কনফারেন্স) মাধ্যমে গৃহ ও জমি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত, উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ শরিফ উল্ল্যাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মোঃ বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আলম, চেয়ারম্যান সমিতি সাধারণ সম্পাদক নুরুল আহাসান লাভু, গুমানমর্দন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান মুজিব, ফতেপুর ইউনিয়ন এর পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম, ধলই ইউপি চেয়ারম্যান আলমগীরজ্জামান, মেখল ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দীনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সুবিধা ভুগী পরিবারসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের পর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মাঝে চেক বিতরণ করা হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ