২৯ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে প্রশাসনের উদ্যোগে ৫০জন ট্রাক শ্রমিক পেল ত্রাণ সহায়তা

বাংলাধারা প্রতিবেদন »  

হাটহাজারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহায়তাস্বরুপ ৫০ জন ট্রাক শ্রমিককে ত্রাণ ভর্তি ‘ভালবাসার থলে’ উপহার দেয়া হয়।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ট্রাক শ্রমিকদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, করোনাভাইরাসের কারণে সরকারী নির্দেশনা অনুযায়ী সকল যান চলাচল বন্ধ রয়েছে। কাজেই এই শ্রমিকদের উপার্জন আপাতত বন্ধ রয়েছে। তাই আমরা ৫০ জন ট্রাক শ্রমিকদের হাতে সহায়তাস্বরুপ ত্রাণ ভর্তি ‘ভালবাসার থলে’ তুলে দিয়েছি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন