বাংলাধারা প্রতিবেদন »
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে হাটহাজারী উপজেলার যেসব প্রাথমিক বিদ্যালয়ে মোটামুটি রকমের খেলার মাঠ আছে সেসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার হিসেবে ফুটবল দিচ্ছে উপজেলা প্রশাসন। এ পর্যন্ত ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল দেয়া হয়েছে।
তবে এই উপহার পেতে হলে মোটামুটি সাইজের একটা খেলার মাঠ থাকতে হবে এবং পুরনো, নষ্ট হয়ে যাওয়া এবং খেলার অনুপযোগী বল জমা দিতে হবে (যাদের পুরনো বল নাই তাদের মাঠ থাকলেই হবে)।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলাধারাকে জানান, শিক্ষার্থীরা যদি নিয়মিত ফুটবল খেলে এতে করে তাদের মন-মানসিকতা উন্নত হবে এবং পাশাপাশি শরীর চর্চাও হবে। উপজেলার যে সব প্রাথমিক বিদ্যালয়ে মাঠ আছে তাদেরকে উপহার হিসেবে ফুটবল দেয়া হবে। এ পর্যন্ত ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল দেয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম
				












