হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি»
হাটহাজারী পৌরসদরস্থ কাচারী সড়কে যানজট নিরসনে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকান ও মূল সড়কের উপর গাড়ি পার্কিংসহ অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন স্হাপনা উচ্ছেদ অভিযান করেন পরিচালনা করেছে পৌরসভা প্রশাসন।
মঙ্গলবার ( ৫ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ শাহিদুল আলমে নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিকেল সারে ৪টা থেকে বেলা সারে ৬টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে ফুটপাতে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়।সেই সাথে ফুটপাত দখল করে বার বার অবৈধ দোকানপাট গড়ে তুলার কারণে ১৬ জন দোকানদার ১৫হাজার টাকা জরিমানা করা হয় এবং সড়কে সিএনজি পার্কিং করার দায়ে চালকদের থেকে ৯শত টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা কালে ইউএনও ও পৌর প্রশাসক মোঃশাহিদুল আলম বলেন, গত ১৫দিন আগে মাইকিং করে সকল ব্যবসায়ীদের অবগত করছি, অবগত করার পরও তারা নিজেদের উদ্দেগে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি।তাই আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অভিযানকালে মোট ১৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধ পার্কিং করার দায়ে ২টি সিএনজি অটোরিকশাকে জরিমানা করা হয়।অভিযান অব্যাহত থাকবে।
এসময় পৌর সচিব বিপ্লব চন্দ্র মুহরী,পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন,পৌর লাইন সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেন, পুলিশবাহিনীসহ অভিযানে সহযোগিতা করেন।
বাংলাধারা/এফএস/এফএস













