২৪ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে ফের ১২ ফুট লম্বা অজগর উদ্ধার (ভিডিও)

হাটহাজারী প্রতিনিধি  »

চট্টগ্রামের হাটহাজারীতে ফের ১২ফুট লম্বা দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( ৮জুন) উপজেলার চারিয়া বোর্ড স্কুল এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এর নির্দেশনায় স্থানীয় রেন্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী নেতৃত্বে বন বিভাগে আওয়তাধীন এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, অজগর সাপটি মঙ্গলবার সকালে চারিয়া বোর্ড স্কুল এলাকায় প্রবেশ করে। এতে স্থানীয় জনগন সাপটিকে আঘাত করে। আহত অবস্থায় অজগর সাপটিকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগ। পরে প্রানী সম্পদ অফিসে চিকিৎসা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা বন বিভাগ কর্তৃপক্ষ অজগরটি বনে অবমুক্ত করে।

রেন্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, ‘সাপটির দৈর্ঘ্য ১২ ফুট, এর ওজন প্রায় সাড়ে ১১কেজি। গহীন বনে অজগর সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং এখানে তাদের খাদ্য রয়েছে। তাই এখানেই সাপটিকে অবমুক্ত করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন