৪ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে বাড়তি রুম ভাড়া আদায়ের অভিযোগ: প্রশাসনের অভিযান, ম্যানেজারকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত মূল্যের বাইরে বাড়তি রুম ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে একটি হোটেলে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সত্যতা প্রমাণ পেয়ে এ সময় ওই হোটেলের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ পেয়ে সাথে সাথে মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

অভিযোগকারী জানান, হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ক্যাফে হামিদা আবাসিক হোটেলে রুম ভাড়া নিতে যাই। চার্টে লিখা আছে ৪০০ টাকা। অথচ আমার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়ে রশিদ দেন মালিকপক্ষ এবং ইউএনও কে জানালে রুমই দেয়া হবেনা মর্মে হুমকি দেন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নিলে এক গ্রাহক ফেইসবুক এ অভিযোগ জানালে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসাকে  ঐ হোটেলে পাঠাই। তিনি ঘটনার সত্যতা পেয়ে হোটেল ম্যানেজার কে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে আর করবেন না মর্মে অঙ্গিকার করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন