২৯ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে ভেজাল ঘি’র কারখানা : কঠোর হচ্ছে ভ্রাম্যমাণ আদালত

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলায় পামওয়েল এর সাথে নানা কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল ঘি। আর মুনাফার লোভ সামলাতে না পেরে এসব ভেজাল ঘি বিক্রি করছেন দোকানীরা। আর ভেজাল ঘি বিক্রি বন্ধ করতে ও হাটহাজারীবাসীকে ভেজাল ঘি’র হাত থেকে রক্ষা করতে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ মে) সকালে বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।  

রুহুল আমিন বাংলাধারাকে জানান, পামওয়েল এর সাথে রং এবং কয়েকটি কেমিক্যাল দিয়ে ৭/৮ ব্রান্ডের ঘি তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা আমাদের গাড়ির প্রতি চোখ রাখেন। রাস্তায় দুইজন সার্বক্ষণিক পাহারায় থাকেন। যখনই ইউএনওর গাড়ি আসবে তারা তালা দিয়ে পালিয়ে যান। প্রতিবারই তালা ভেঙে কারখানায় ঢুকতে হয়েছে।

তিনি বলেন, মুদির দোকানদার শতভাগ নিশ্চিত যে এটা ঘি না, এটা পামওয়েল এর সাথে নানান কেমিক্যাল দিয়ে মেশানো একটি কেমিক্যাল। এই ঘি বিক্রি করলে তাদের দোকান থেকে অন্যান্য পণ্য বিক্রি হবে, তাই তারা জেনেশুনেই হাটহাজারী বাসীকে বিষ খাওয়াচ্ছেন।

ইউএনও আরো বলেন, এখন পর্যন্ত মোট ১৯ টি কারখানা ধ্বংস করা হয়েছে, ভিডিও করে দোকানে দোকানে গিয়ে দেখানোও হয়েছে তবুও মুদির দোকানদাররা অধিক মুনাফার লোভ সামলাতে পারছেন না। আসুন নিজের পরিবারের সদস্যদের যেভাবে ভালবাসি, দেশের সকল মানুষকেও ঠিক সেভাবে ভালবাসতে চেষ্টা করি। তাহলে এভাবে অন্যের মুখে বিষ তুলে দেয়া বন্ধ হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন