হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামে হাটহাজারীতে গলায় ফাঁস দিয়ে সাজ্জাদ (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (০৫জুলাই) হাটহাজারী পৌরসভার ২নং ওয়ার্ড মিয়াজী পাড়া বলি ইছহাকের বাড়ি সংলগ্ন দোকান হতে তার লাশ উদ্ধার করা হয়। সাজ্জাদ ঐ এলাকার মো. আলী ড্রাইভারের ছেলে।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার (এসআই) রফিক জানান, খবর পেয়ে সোমবার বিকালে সাজ্জাদ হোসেনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বাংলাধারা/এফএস/এআর













