২৭ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাতে মারুফ হোসেন সায়মন (২৩) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরের দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের খন্ডলের ঘাটা রাস্তার পাশ হতে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক উপজেলার ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ড তুফান আলী বলির বাড়ির আব্দুল মালের ছোট ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সায়মন এক সময় প্রবাসে ছিল। পরে দেশে এসে রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি সরকারহাট বাজারের সাউন্ড সিস্টেমের দোকানে কাজ করত। শুক্রবার ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের একটা বিয়ে বাড়িতে গানের প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। ভোরে তার বাড়ির কাছাকাছি মুনিয়াপুকুর এলাকার খন্ডলের ঘাটায় তার লাশ দেখতে পায়। পরে টহলরত পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করেন। নিহতের প্রতিবশীরা জানায় তার মাথায় গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের ওসি তদন্ত রাজিব শর্মা জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে, ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে হত্যা রহস্য।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ