২৫ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ড, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ ফ্রেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ নাঙ্গলমোড়া ৭নং ওয়ার্ডের আবুল হোসেন সওদাগরে সংলগ্ন একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দিকে আবুল হোসেন সওদাগরে সংলগ্ন একটি বাড়িতে রান্নার চুলা থেকে আগুন ধরে যায়। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ঘরে মালামালসহ আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি টিম চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন