৩১ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

বাংলাধারা প্রতিবেদন »

যানজট নিরসনের উদ্দেশ্যে বিপুল অর্থ ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা এস.এম. ইলিয়াস চৌধুরী লেইন নির্মাণ করেছিল হাটহাজারী পৌরসভা। কালের বিবর্তনে এই রাস্তা অবৈধভাবে দখল করে দোকান বসায় দখলদাররা। অবৈধভাবে রাস্তা দখল করে গড়ে তোলা ১২ টি দোকান উচ্ছেদ করে ট্রাফিক বিভাগকে পুরো রাস্তাটি বুঝিয়ে দিল উপজলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৪ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে বলেন, হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের বীর মুক্তিযোদ্ধা এস.এম. ইলিয়াস চৌধুরী লেইন। এই লেইন হাটহাজারী পৌরসভা কর্তৃক অনেক টাকা ব্যয় করে খুব টেকসই করে বানানো হয়েছিল। উদ্দেশ্য ছিল চট্টগ্রাম – খাগড়াছড়ি সড়ক থেকে মেখল, ইছাপুর কিংবা রাউজানগামী ছোট গাড়িগুলো এই লেইন দিয়ে চলে যাবে, জ্যাম কিছুটা হলেও কমবে। আমি প্রথমে ভেবেছিলাম এটা ফলের বাজার, পরে জানলাম এটা রাস্তা। আজ সেই রাস্তা থেকে ১২ দোকান উচ্ছেদ করে উন্মুক্ত করে ট্রাফিক বিভাগ কে বুঝিয়ে দিয়েছি। এই লেইনটা কাজে লাগাতে পারলে জ্যাম কিছুটা হলেও কমবে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন