১৬ ডিসেম্বর ২০২৫

হাটহাজারীতে লকডাউনের সুফল মিলছে না

হাটহাজারী প্রতিনিধি  »

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বা ‘লকডাউন’ সঠিকভাবে মানা হচ্ছে না চট্টগ্রামের হাটহাজারীতে। ফলে লকডাউনের সুফলও মিলছে না। হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভার মহাসড়ক ও বিভিন্ন এলাকায় হাটবাজার দোকানপাটে মানুষের সমাগম বৃদ্ধি পেয়েছে। পণ্যবাহী ব্যাতিত যাত্রী পরিবহনে বাস চলাচল না করলেও ছোট যানবাহনের সংখ্যা বেড়েছে। সন্ধ্যা ৫টার পর মূল সড়কে দোকান বন্ধ থাকলেও অলিগলির দোকানগুলোতে রমরমা বেচা বিক্রি চলছে।

হাটহাজারীতে প্রতিদিন গড়ে ১৫-২০জনের উপরে করোনা আক্রান্ত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ১০সিটের বেড গত বুধবার(০৭ জুলাই) পর্যন্ত পরিপূর্ণ। বুধবার ৩টি ল্যবে ৮৮জন নমুনা সংগ্রহ হয়েছে তার মধ্যে ৫৮জন আক্রান্ত। যা ছিলো গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত সংখ্যা।

অন্যদিকে গত ১লা জুলাই থেকে ৭জুলাই বুধবার বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় ৯৫টি মামলা ও ৪৯হাজার ৬শত টাকা জরিমানা করা হয় হাটহাজারীতে। মোটর সাইকেল, ব্যক্তিগত প্রাইভেট কার, সিএনজি বেবী ট্যাক্সিযোগে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরির এবং হোটেল খোলা রাখার দায়ে এই জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, ‘যতক্ষণ পর্যন্ত জনগন সচেতন না হবে, ততক্ষণ মামলা ও জরিমানা দিয়েও কোন সুফল আসবে না। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি জনগনকে ঘরে রাখার। সর্বোচ্চ মামলা ও জরিমানাও করছি।’

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ