৬ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফরের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম বাসেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাইনুদ্দিন মজুমদার, হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু আকতার, চারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল আলম, লাংগল মোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. সাহেদুল হক খোকন, হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, ক্রীড়া শিক্ষকদের মধ্যে পরিচালনার দায়িত্বে ছিলেন মো. তসলিম উদ্দিন, তপন কান্তি বড়ুয়া, রেজাউল করিম, মো. সাইফুল ইসলাম, মো. জাফর উদ্দিন প্রমুখ।

এই প্রতিযোগিতায় ছোট বড় বালক বালিকাদের ৩২টি ইভেন্টে অংশ নিয়ে উপজেলা পর্যায়ে ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করেছে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শাহিদুল আলম।

উল্লেখ্য, ৩টি ভেন্যুতে ৫০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ