হাটহাজারী প্রতিনিধি»
হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের বটতল সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে সড়ক দুর্ঘটনায় চন্দন বিকাশ ত্রিপুরা (২৭) নামে ব্যাংক কর্মকর্তা নিহত হন। এছাড়া রাজিব বড়ুয়া নামে অপর এক ব্যাক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন । তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা দুজনই ব্র্যাক ব্যাংক সরকারহাট উপশাখার ফিল্ড ম্যানেজার বলে জানা গেছে। রাতে একটি দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়।
উপস্থিত স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার চন্দন বিকাশ ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশ সড়ক দুর্ঘটনায় দুজন ব্যাংক কর্মকর্তার নিহত ও আহত হওয়ার কথা নিশ্চিত করেন।
বাংলাধারা/এফএস/এফএস













