২৯ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে সরকারি বন রক্ষায় চেকপোস্ট স্থাপন

বাংলাধারা প্রতিবেদন »

সরকারি গাছ চুরি করে ইট ভাটায় বিক্রি রোধ এবং পরিবেশ রক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন। সরকারি বন রক্ষায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের উদ্যোগে এবং বনবিভাগ ও পৌরসভার সহযোগিতায় চেকপোস্টটি বসানো হয়।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, ভালো কিছু করার মানসিকতা নিয়েই আমি এগোতে চাই। সরকারি গাছ চুরি করে ইট ভাটায় বিক্রি রোধ এবং পরিবেশ রক্ষায় এই উদ্যোগ নিয়েছি। উদ্যোগটি বাস্তবায়নে বনবিভাগ ও পৌরসভার সহযোগিতা করেছে। সরকারি বন রক্ষায় সবার সহযোগিতা কামনা করছি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন