২৫ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে সাক্ষর জালের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) রুহুল আমিনের স্বাক্ষর জালিয়াতির ঘটনায় প্রকৌশলী দপ্তরের অফিস সহকারী বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ( ৪ অক্টোবর)  সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম তদন্ত কমিটি গঠনের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

এ সময় তিনি আরো বলেন,গত রবিবার উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও আমাদের কার্য্যলয়ে এক কর্মকর্তাসহ ৩সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে  । কোন সময়সীমার দেওয়া হয়নি।তবে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে বিষয়টি উদঘাটন করার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়।একজন অফিস সহকারী কিভাবে স্বাক্ষর জালিয়াতি করে? তিনি কি কাজটি একা করেছেন নাকি আরও কেউ জড়িত আছে- তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য তদন্ত টিম তা খতিয়ে দেখবে। 
উল্লেখ্য, উপজেলা  ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব উদ্বৃত্ত (উপজেলা উন্নয়ন) গড়দুয়ারা ইউপি এলাকায় ৪ লাখ ৯ হাজার ৪৯৪ টাকা বরাদ্দকৃত প্রকল্প ‘মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়ে দিতে তাদের ফাইলে উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের স্বাক্ষর জাল করেন উপজেলা প্রকৌশলী দপ্তরের অফিস সহকারী নাজিয়া।
গত ২৯ সেপ্টেম্বর ফাইলটি উপস্থাপন করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় শাখার এক কর্মকর্তা  সন্দেহ হলে তিনি বর্তমান নির্বাহী অফিসারকে (ইউএনও) শাহিদুল আলমকে বিষয়টি অবগত করেন। এতেই স্বাক্ষর জালিয়াতির বিষয়টি সবার সামনে আসার পর উপজেলা পরিষদ পাড়ায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন