২৯ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে সিএনজিসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীতে দুটি সিএনজিসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন মোঃ রুবেল (২৮), রমজান আলী (৩২), মোঃ বেলাল (৩৯) ও মোঃ খোরশেদ (৩০)।

রবিবার (২৬ জুন) দিবাগত রাতে চট্টগ্রাম শহর ও পটিয়ায়র বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আসামী রুবেল ও রমজান আলী কৌশলে সিএনজি চুরি করে বেলাল ও খোরশেদের নিকট বিক্রয় করে থাকে। এক্ষেত্রে পলাতক আসামী হাসান টেম্পারিং করে ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার পরিবর্তন করে ভুয়া কাগজপত্র প্রস্তুত করে।

পুলিশ আরোও জানায়, রুবেল ও রমজান আলী সিএনজি চুরি করার পর ঐ সিএনজি মালিকের সাথে যোগাযোগ করে সিএনজি ফেরত দেওয়ার কথা বলে টাকাও আদায় করে।

তেমনি একটি ঘটনা ঘটে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোঃ সুমন (৩৭) এর সাথে। সুমন বিকাশে দুই দফা মোট ৩৮,৫০০ টাকা দিলেও তাদের নিকট হতে সিএনজি ফেরত পাওয়া যাবে না বুঝতে পেরে সুমন হাটহাজারী মডেল থানা পুলিশকে বিষয়টি অভিহিত করলে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে রুবেলকে আটক করে।

পরে রুবেলের তথ্য মতে রমজান আলী, বেলাল ও খোরশেদকে আটক করে। এই ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে দুটি সিএনজি টেক্সি উদ্ধার করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যরাও পুলিশের নেটওয়ার্কেও ভেতওে আছে। তাদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন