৯ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে সিএনজিসহ চোর চক্রের মূল হোতা গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

হাটহাজারীতে অভিযান চালিয়ে সিএনজি চোর চক্রের মূল হোতা ও এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাহাত মিয়াকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) হাটহাজারীর হাজিতলি পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাহাত হাটহাজারীর আলীপুর এলাকার ছালামত উল্লাহ ওরফে টিপুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

র‌্যাব জানায়, গত ১৭ এপ্রিল মো. আলমগীর নামে এক সিএনজি চালক ও তার চাচাতো ভাই সিএনজি নিয়ে হাটহাজারী থানার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাকা রাস্তার উপর পৌছালে আসামি রাহাত মিয়া (২০) এবং তার সহযোগী শহিদুল ইসলাম সিএনজি থামিয়ে নাজিরহাট যাবে কিনা জিজ্ঞাসা করে। তখন সিএনজি চালক আলমগীর এবং তার চাচাতো ভাই গাড়ি থেকে নেমে একজনের সাথে ভাড়া নিয়ে কথা বলার এক পর্যায়ে আসামি রাহাত মিয়া গাড়িটি দ্রুত দিয়ে টান দেয় এবং আসামি শহিদুল ইসলাম দ্রুত সিএনজির পিছনের সিটে উঠে সিএনজি নিয়ে নাজিরহাটের দিকে পালিয়ে যায়। তখন সিএনজি চালক আলমগীর সিএনজির পিছনে দৌড়াতে থাকেন। কিছুদূর যাওয়ার পর পুলিশের গাড়ি দেখতে পেয়ে পুলিশ ফোর্সদের নিকট ঘটনার বিস্তারিত বললে পুলিশের টহল ডিউটির গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে চোরাই সিএনজি গাড়িটি উদ্ধার করে। এ ঘটনায় সিএনজি চালক মো. আলমগীর রাহাত মিয়া এবং তার সহযোগী শহিদুলকে আসামি করে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পযোয়ানা জারী করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাহাত মিয়া চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার হাজিরতলী এলাকায় আত্মগোপনে আছে— এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়ারেন্টভুক্ত আসামি বলে স্বীকার করে বলে জানান তিনি।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেন র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ