হাটহাজারী প্রতিনিধি »
আসন্ন ঈদকে সামনে রেখে চট্টগ্রামে হাটহাজারীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় ইউনুছ মিয়ার সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উপজেলার চারিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উল্ল্যাহ এর নেতৃত্বে অভিযান চালিয়ে সেমাই ফ্যাক্টরিকে জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, পরিবেশের ছাড়পত্র না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকার অপরাধে সেমাই ফ্যাক্টরির মালিক ইউনুছ মিয়ার নামে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও সহকারী কমিশনার জানান।
বাংলাধারা/এফএস/এআর













