১ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীর বাস স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রাসেল উপজেলার ছিপাতলি ইউনিয়নের কাজিরখিল এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে বাসস্ট্যান্ডের জিরো পয়েন্ট এলাকায় এম আলম সিএনজি পাম্পের সামনে ট্রাকের চাপায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সকালে পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় বিপরীত দিকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত রাসেল ৩ সন্তানের জনক।

আরও পড়ুন