৮ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তরুণীর

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. সাথী আকাত (২২) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে সারে ১১টার দিকে মির্জাপুর ইউনিয়নে সরকার হাট বাজারে পশ্চিমে রেল বিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী আক্তার মির্জাপুর ইউনিযনের ১নং ওয়ার্ডের বেচু তালুকদারের বাড়ির সিরাজুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গবার সকাল সাড়ে ১১টার দিকে মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বাজারের পশ্চিমে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সিমেন্ট বোঝাই ট্রাকে চাকার নিচে পড়ে সাথী আক্তার ঘটনাস্তলে প্রাণ হারান।

উপস্থিত লোকজন স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্তল পরিদর্শন করেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমকে প্রেরণ করা হবে বলে প্রাথমিকভাবে জানান পুলিশ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ