২৪ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সুজন কুমার দেব (৫৩) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজিরহাট সিংহরিয়া গ্রামের মৃত মরিন্দ্র কুমার দেবের পুত্র।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. সরওয়ার ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন