বাংলাধারা প্রতিবেদন »
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে এক ভোক্তার কাছ থেকে ওষুধের বাড়তি দাম রাখার অভিযোগ পেয়ে পৌরসভা সদরের বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। শেষমেষ অভিযোগে সত্যতা প্রমাণ পেয়ে এক ফার্মেসীকে জরিমানা করা হয়।
বৃ্হস্পতিবার (১৪ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, সাফকিন নামক একটি ওষুধের বাড়তি মূল্য আদায়ের অভিযোগ পেলাম এক ভোক্তার কাছ থেকে। অভিযানে গিয়ে দেখি যোগমায়া নামের একটি ফার্মেসী সাফকিন নামের ওষুধটি ১৮০ টাকায় বিক্রি করছেন। ফার্মেসী মালিক ৩ কে কলমের কালি দিয়ে ৮ বানিয়ে মূল্য বাড়ানোর সত্যতা স্বীকার করেন। তাই দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম













