৩০ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে ২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ব্রাহ্মণদের পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র।

রোববার (২ জানুয়ারি) রাতে পুলিশ পরির্দশক (নি.) মো. সোহরাওয়ার্দী সঙ্গীয় অফিসার ফোর্স এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

আটক দুইজন হলো— এরশাদ (৩৪) ও মাে. হারুন রশিদ (৫১)।

পুলিশ পরির্দশক (নি.) মো. সোহরাওয়ার্দী জানান, ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ব্রাহ্মণদের পুকুর পাড় থেকে দুই কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন