বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক ৩ দিন ব্যাপি (১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি) পপর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদপত্র দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক মনসুর আলী প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। প্রথম দিনে সংবাদ ধারণা, সংবাদ সূচনা ও সংবাদ লেখার কৌশল নিয়ে আলোচনা করেন পিআইবি।













