বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেটে এক দোকানে ও বাসস্ট্যান্ড এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ৬৭ বস্তা সরকারি ওএমএস ‘র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৯ জুন) টানা আড়াই ঘন্টা পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট এলাকায় আকতার সওদাগরের দোকানে সরকারি ওএমএস এর চাল বিক্রি হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে ৭ বস্তা চাল পেলাম (প্রতি বস্তায় ৫০ কেজি)। দোকানির দাবী এটা পাইজং চাল। তিনি কেজি প্রতি ৪০ টাকা দরে কিনে বিক্রি করছেন ৪২টাকায়। এই দোকনিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি পৌরসভার বাসস্ট্যান্ডের মেসার্স লোকমানিয়া স্টোরের গোডাউনে সরকারি চাল মজুদ রয়েছে। সেখানে এসে দেখি ৬০ বস্তা ১০ টাকার কেজি চাল আছে। উপজেলা খাদ্য কর্মকর্তাকে মেসার্স লোকমানিয়া স্টোরের মালিক ডিলার ইউসুফের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
জব্দকৃত ৬৭ বস্তা চাল উপজেলা প্রশাসনের হেফাজতে আছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













