১০ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে ৭ মামলার আসামিসহ আটক ৩

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে মোহাম্মদ আবু কাসেম (৩৮) ও মো. আইয়ুবকে (৩০) ১০০ পিস ইয়াবাসহ এবং অন্যজন ৭ মামলার পলাতক আসামি মো. জাহাঙ্গীর (৩৬)।মঙ্গলবার (৯

আগস্ট) দিবাগত রাতে ১২নং চিকনদন্ডী ইউনিয়নের ৯ ওয়ার্ডের খন্দকিয়া বাজার সংলগ্ন ও পৌরসদর বাজার এলাকা থেকে থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার ২ নং ধূরুং ইউপির ৭ নং ওয়ার্ডের মৃত ছালেহ আহমদের পুত্র আবু কাসেম ও লোহাগাড়া থানার ৫ নং ওয়ার্ডের চরম্বা ইউপির কলোয়ার পাড়ার আলি আহমদের পুত্র আইয়ুব। অন্যজন খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলার ৩নং চনটিলা এলাকার শফিউল আলমের পুত্র।

থানার ওসি রুহুল আমিন সবুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। এব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন