২৯ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে ৮৮ নমুনায় ৫২ জনের করোনা শনাক্ত

হাটহাজারী প্রতিনিধি »

চলমান কঠোর বিধিনিষেধেও হাটহাজারীতে করোনার ঊর্ধ্বগতি চলমান রয়েছে। গত এক সপ্তাহে উপজেলায় ২৩০ জনের অধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১২ জুলাই) ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। নুমনা পরীক্ষা বিবেচনায় এতে সংক্রমণের হার ৫৯.০৯%।

১২ জুলাই পর্যন্ত হাটহাজারীতে মোট ৭৯১৩টি নমুনা পরীক্ষায় ২৩২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যেখানে সুস্থ হয়েছেন ২১০৭ জন এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৬ জন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমতিয়াজ হোসাইন জানান, মানুষের স্বাস্থ্যবিধি মানার উদাসীনতার কারণে হাটহাজারীতে করোনা পরিস্থিতি ভয়াবহরূপ ধারণ করতে যাচ্ছে। এসময় তিনি সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনা চলার আহ্বান জানান।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন